ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইউক্রেন প্রবাসীদের পোল্যান্ডে থাকার ব্যবস্থা করেছে সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ইউক্রেন প্রবাসীদের পোল্যান্ডে থাকার ব্যবস্থা করেছে সরকার

ঢাকা: ইউক্রেন থেকে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করেছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৭ ফেব্রুয়ারি) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস ইউক্রেন ফেরত নাগরিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছে। আগ্রহীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ রেখেছে তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর থেকে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইউক্রেনের প্রবাসী বাংলাদেশিরা পোল্যান্ডসহ সীমান্তবর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।