ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের দক্ষ করতে হবে: উপমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের দক্ষ করতে হবে: উপমন্ত্রী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

ঢাকা: নতুন কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘’স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের দক্ষ করতে হবে। ’

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের পাইলটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী এ নির্দেশনা দেন।

 

নতুন কারিকুলাম নিয়ে এনসিটিবিতে এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হয়েছে। নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই নিয়ে পাইলটিং হচ্ছে। পাইলটিংয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি পাবে। ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তায়ন শুরু হবে।  

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আমার অনুরোধ নিষ্ঠার ও দায়িত্বের সঙ্গে কারিকুলাম বাস্তবায়ন করবেন। শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ- যেকোনো কারিকুলাম সর্বোচ্চ মানের হতে পারে, সর্বাধুনিক হতে পারে কিন্তু যেসব শিখন ফল থাকবে তা অর্জনে যারা কারিকুলাম বাস্তবায়ন করবেন সেই শিক্ষক হচ্ছেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সর্বোচ্চ মনোযোগ চাই। দক্ষতা ও মান অর্জনে সর্বোচ্চ কাজ করতে হবে। ’

উপমন্ত্রী বলেন, ‘যে পাইলটিং হচ্ছে তাতে শিক্ষকরাই জানবেন কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা এক নয়, সব শিক্ষার্থীর সমক্ষমতাও এক নয়। এ বিষয়গুলো মাথায় রেখে শিখন ফল অর্জন ও পাঠবইয়ে নির্ধারিত কার্যক্রমগুলোর শিক্ষার্থীদের জন্য অবশ্যই বিস্তারিত ব্যাখ্য করে তথ্য-উপাত্ত সংগ্রকারীদের কাছে জানাবেন। আপনাদের ইনপুটের ওপর নির্ভর করবে আমাদের সফলতা। এ বছর কম সময়ের মধ্যে করতে হচ্ছে। সে কারণে ভুল হতে পারে।  ‘

তিনি বলেন, ‘আমরা কোভিডের সময় অনলাইন শিক্ষা কার্যক্রমে অভ্যস্ত হয়েছি। তাই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যার যতটুকু সামর্থ আছে, উপকরণ আছে, তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন। মনে রাখতে হবে কারিকুলাম পরিবর্তন হলে শিক্ষকদের রোল পরিবর্তন করতে হবে। শিক্ষকদের পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে আমরা নানা ধরনের সফট স্কিল দেখতে চাই। বিশেষ করে স্মরণশক্তির মূল্যায়নের চেয়ে আমরা দক্ষতার মূল্যায়নে বিশেষভাবে জোর দিতে চাচ্ছি। সে কারণে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। '

উপমন্ত্রী আরও বলেন, ‘আমাদের শুধু ১০ বছর সময় আছে এসব শিক্ষার্থীদের কাছ থেকে কিছু বের করে আনার। তাদের কাছ থেকে যদি উন্নতি ও সমৃদ্ধির বিষয়টি বের করতে না পারি, প্রধানমন্ত্রীর টার্গেটে না পৌঁছাতে পারি, তাহলে আমাদের সামনে বিপদ অসবে। সেহেতু স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের দক্ষ করতে হবে। তাই কারিকুলাম বাস্তবায়নে প্রতিটি বিষয় আপনাদের শুনতে হবে বাস্তবায়ন করতে হবে। ’

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডর (এনসিটিবি) সদস্য অধ্যাপক মশিজ্জামান উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।  
 

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এমআইএইচ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।