ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পর্যটন শহরে সাইনবোর্ড বাংলায় লেখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
পর্যটন শহরে সাইনবোর্ড বাংলায় লেখার দাবি

কক্সবাজার: পর্যটন শহর কক্সবাজারের সকল প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলা অক্ষরে লেখার দাবি জানানো হয়েছে। এছাড়াও সর্বস্তরে বাংলা প্রচলনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

 

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সভায় এ দাবি জানানো হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব ও  ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি  আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সিবিইউজে সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সিবিইউজের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল,বিপ্লব কান্তি দপ, সুজাউদ্দিন রুবেল ও আইরিন আকতার বক্তব্য রাখেন।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন।


বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।