ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় আগুনে দগ্ধ দুজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ফতুল্লায় আগুনে দগ্ধ দুজনের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন।  

তারা হলেন- জজ মিয়া ও আলম হোসেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল।

তিনি জানান, জজ মিয়া সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ও আলম রোববার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে মারা গেছেন।

রোববার দুপুরের দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শিশুসহ মোট সাতজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় কয়েকজন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন>>

>>> ফতুল্লায় মা-মেয়েসহ ৭ জন দগ্ধ

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।