ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৮

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় নির্মাণাধীন কারখানার ভবনের ছাদ ধসে ৮ জন শ্রমিক আহত হয়েছেন। ভবনটিতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বোর্ডঘর এলাকায় স্ক্যানডেস্ক টেক্সটাইল মিলস কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্ক্যানডেস্ক টেক্সটাইল মিলস কারখানার নতুন ভবনের কাজ চলছে। রোববার ওই কারখানার তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে নির্মাণাধীন ছাদটি ধসে পড়ে। এতে কয়েকজন নির্মাণ শ্রমিক চাপা পড়েন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মীরা ও স্থানীয়রা মিলে ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। তবে আরও কয়েকজন শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে আছেন বলে জানা গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শ্রমিকদের ভাষ্যমতে আরও কয়েকজন শ্রমিক ধসে পড়া নির্মাণাধীন ভবনের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।