ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাররামপুর ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
পাররামপুর ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত

জামালপুর: উচ্চ আদালতের নির্দেশে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মতে চেয়ারম্যান পদে এ নির্দেশনা দেওয়া হলেও মেম্বার পদের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) পাররামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিন, পুলিশ, আনসার ভিডিপিসহ নির্বাচনী সকল সরঞ্জাম। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনের ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিটকারী বর্তমান চেয়ারম্যান সোহেল রানা জানান, উচ্চ আদালতে নির্বাচন স্থগিত চেয়ে রিট করলে আদালত নির্বাচনে ভোটগ্রহণ স্থগিতের আদেশ দেয়।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তুফা জানান, উচ্চ আদালতের নির্দেশনায় ৩১ জানুয়ারি নির্বাচনে ভোটগ্রহণ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।