ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চালের ড্রামে অস্ত্র-গুলি, রোহিঙ্গা যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
চালের ড্রামে অস্ত্র-গুলি, রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান ও গুলিসহ কেফায়েত উল্লাহ (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।



তিনি  জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৩ এর জি-৩ ব্লকের একটি  বসতঘরে অভিযান চালিয়ে স্টোর রুমে চালের ড্রামের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আমির হোসেনের ছেলে কেফায়েতকে গ্রেফতার করা হয়। কেফায়েতের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।