ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ট্রাকচাপায় সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
নওগাঁয় ট্রাকচাপায় সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক নিহত দুর্ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ মহাদেবপুরের আব্দুস সামাদের ছেলে। তিনি নওগাঁ সিভিল সার্জন অফিসে হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি বলেন, আবুল কালাম আজাদ নওগাঁ সিভিল সার্জন অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সকালে মোটরসাইকেলে করে তিনি মহাদেবপুর থেকে অফিসে যাচ্ছিলেন। এসময় উপজেলার শিবরামপুর এলাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এবং ড্রাম ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।