ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে সিলিন্ডারে লিকেজ, আগুনে দগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, ডিসেম্বর ৫, ২০২১
না.গঞ্জে সিলিন্ডারে লিকেজ, আগুনে দগ্ধ ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম।

তারা ৬ তলা ভবনটির ৫ তলায় ভাড়া থাকতেন।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান,  প্রাথমিকভাবে জানা গেছে বিস্ফোরণ হয়নি। বাসার সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি হয়েছিল। তারা বাইরে থেকে এসে চুলা ধরানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।