ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

মহাখালীতে সিএনজি চালকদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, জুলাই ১৩, ২০২৫
মহাখালীতে সিএনজি চালকদের অবস্থান কর্মসূচি

রাজধানীতে ‘ঢাকা-থ’ নম্বর প্লেটধারী সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ‘ঢাকা-থ’ সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য জোট।

রোববার (১৩ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মহাখালীর বিআরটি ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।

এতে অংশ নেন সিএনজিচালক ও মালিকরা।

অবস্থান কর্মসূচি পালন করতে আসা এক সিএনজিচালক বলেন, আমাদের ‘ঢাকা-থ’ সিরিজের প্রায় ৩ হাজার গাড়ি রয়েছে। আমরা চাই এসব গাড়িকে ঢাকায় চলাচলের অনুমতি দেওয়া হোক। তাই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।

এক অটোরিকশা মালিক বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা থেকে যাবো না। ভ্যাট-ট্যাক্স দেওয়ার পরও আমরা কেন ঢাকার আয়তনের মধ্যে সিএনজি চালাতে পারবো না। সিএনজি চলাচলের অনুমতি না নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো না।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।