ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

পটুয়াখালীতে ৯৭.৪ মিলিমিটার বৃষ্টিপাতা রেকর্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, জুলাই ২৭, ২০২১
পটুয়াখালীতে ৯৭.৪ মিলিমিটার বৃষ্টিপাতা রেকর্ড  ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: গত এক সপ্তাহ ধরে পটুয়াখালীতে থেমে থেমে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।  

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত জেলায় গত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ৯৭ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলানিউজকে এ বিষয়ে নিশ্চিত করেন পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কাজী কেরামত হোসেন।  

এদিকে টানা বর্ষণে জেলার বেশির ভাগ নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বেরি বাঁধের বাইরে এবং নিচু এলাকায় বসবাসরত অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। চরাঞ্চলের  অধিকাংশ মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে।

চলমান লকডাউন ও ধারাবাহিক বৃষ্টিপাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আয়ের খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মানুষ পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে মৌসুমী সবজি চাষিরা সবচেয়ে বড় ক্ষতির মুখে পরবেন বলে জানিয়েছে জেলা কৃষি অফিস।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ