ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘লকডাউনে’ প্রতিদিন ৬০০ জনকে এক বেলার খাবার দিচ্ছেন এমপি আব্দুল আজিজ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
‘লকডাউনে’ প্রতিদিন ৬০০ জনকে এক বেলার খাবার দিচ্ছেন এমপি আব্দুল আজিজ 

সিরাজগঞ্জ: করোনায় কর্মহীন হয়ে পড়া জনগণসহ দুস্থ ৬০০ মানুষকে প্রতিদিন একবেলার খাবার দেওয়ার দায়িত্ব নিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. আব্দুল আজিজ।  

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর থেকে তার নির্বাচনী এলাকা তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে এ কার্যক্রম শুরু করা হয়।

আগামী ৫ আগস্ট পযর্ন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।  

খাদ্য বিতরণকালে তাড়াশে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এ বিষয়ে সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ বলেন, বৈশ্বিক মহামারি করোনায় কর্মহীন অসহায়দের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। মঙ্গলবার থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র, দিনমজুর ও কর্ম হারানো ৬০০ মানুষকে খাবার দেওয়ার কর্মসূচি শুরু করা হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনই এক বেলা রান্না করা খাদ্য দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।