ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কাশিয়ানীতে প্রতিপক্ষের হাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, মে ১৭, ২০২১
কাশিয়ানীতে প্রতিপক্ষের হাতে যুবক খুন হাসপাতালে মরদেহের পাশে স্বজনরা, ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে শরিফুল ইসলাম হেলাল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি গ্রামের এ ঘটনা ঘটে।

হেলাল একই গ্রামের ফেরদৌস আলম শেখের ছেলে।

জানা গেছে, গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামের জাহিদ তালুকদার ও শরিফুল ইসলাম হেলালের মধ্যে বিরোধ চলছিল। সোমবার ওই গ্রামের সৈয়দ সরদারের বাড়ির সামনে হেলালকে একা পেয়ে জাহিদ তালুকদার ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ১৭, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।