ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়ি-সিলেটে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
খাগড়াছড়ি-সিলেটে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ ও সিলেটের এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা ডাকঘরের সামনে খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন ও গ্রীন সিগন্যাল ব্যান্ড কমিউনিটির ব্যানারে এ মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. শাহিন, সভাপতি দুগ্য মারমা, সহ-সভাপতি রাসেল চাকমা ও নুর হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে দেশে ধর্ষণের ঘটনায় উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ধর্ষণকারীদের সামাজিকভাবে প্রতিহত করার পাশাপাশি ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

গত ২২ সেপ্টেম্বর খাগড়াছড়ির বলপাইয়া আদাম এলাকায় এক বাড়িতে ডাকাতিকালে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৬) গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ভিকটিমের মা বাদী হয়ে সদর থানায় পৃথক দু’টি মামলা করেন। এ ঘটনায় জড়িত নয় জনের মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ছয়জন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক রেখে এক গৃহবধূকে ছাত্রলীগের ছয়জন কর্মী গণধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়।

আরও পড়ুন>>

** খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: ৬ আসামির স্বীকারোক্তি
** ডাকাতি ও ধর্ষণ দুটিই তাদের উদ্দেশ্য ছিল: এসপি
** খাগড়াছড়িতে গণধর্ষণের ঘটনায় আটক ৭
** খাগড়াছড়িতে বাড়িতে ডাকাতি, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।