ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরাল নির্মাণ করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
রাজশাহীতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরাল নির্মাণ করা হবে আলোচনা সভায় অতিথিরা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীতে নির্মিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনার। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং সাহেববাজার এলাকার সোনাদীঘির পাশে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় বঙ্গবন্ধুর ম্যুরাল এবং কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।