ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, অক্টোবর ১৬, ২০২৫
সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি সাবের হোসেন চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া ১৯৮৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিজের নামে ২১টি ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে ১২৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ২৫২ টাকা জমা ও উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক এবং অস্বাভাবিক আর্থিক লেনদেন করেছেন।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।

এছাড়া সাবের হোসেন চৌধুরীর স্ত্রী রেহানা চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তিনি ১৯৯৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিজের নামে ৩টি ব্যাংক হিসাবে মোট ১৫০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।

এই অপরাধে দুদক তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারা অনুযায়ী আরেকটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।

এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।