ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রিহ্যাব থেকে ঐশী প্রপার্টিজ লিমিটেডকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
রিহ্যাব থেকে ঐশী প্রপার্টিজ লিমিটেডকে বহিষ্কার রিহ্যাব

ঢাকা: সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় ঐশী প্রপার্টিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রিহ্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৬তম সভায় সর্বসম্মত ভাবে ঐশী প্রপার্টিজ লিমিটেডকে রিহ্যাব থেকে বহিষ্কার করা হয়।

ঐশী প্রপার্টিজ লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মো. আইয়ুব আলী। ঐশী প্রপার্টিজের রিহ্যাব সদস্য নম্বর ১৩৬৪/২০১৩। রিহ্যাব থেকে বহিষ্কৃত ঐশী প্রপার্টিজ লিমিটেড রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ, রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।