ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ছুরিকাঘাতে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় মামলা 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
সাভারে ছুরিকাঘাতে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় মামলা  অভিযুক্ত মিজানুর রহমান, ইনসেটে নিহত নিলা রায়

সাভার (ঢাকা): সাভারে নিলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা নারায়ণ রায়। মামলায় অভিযুক্ত যুবক মিজানুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিন জনকে আসামি করা হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নিহত নিলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ হত্যার ঘটনা ঘটে।  

নিহত নিলা মানিকগঞ্জের বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমাপাড়ায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বাংলানিউজকে জানান, রোববার রাতে সাভারের স্কুলছাত্রী নিলাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠে মিজানুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতের স্বজনদের দাবি- বখাটে মিজানুর রহমান দীর্ঘ দিন ধরে নিলাকে রাস্তাঘাটে বিরক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় রোববার রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে ওই যুবক নিলাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

** সাভারে ছুরিকাঘাত করে স্কুলছাত্রীকে হত্যা

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।