ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পণ্যবাহী ট্রাক-লরি চলাচলের লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি যাত্রীবাহী বাস ধীর গতিতে চলাচল করছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, সেতুর গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ট্রাক-লরি চালক ও হেলপাররা।

 

এদিকে, যানজটের কারণে নলকা বাইপাস হয়ে শহরের মুলিবাড়ী রেলক্রস এলাকায় মহাসড়কে উঠছে অনেক যানবাহন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর পরপর দুটি দুর্ঘটনার কারণে দুপুর পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সেতু থেকে অপসারণের পর যানজট কিছুটা নিরসন হয়। এরপর সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বাড়ায় রাতে আবারও যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

**বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।