ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান গাজীপুর সদর উপজেলার হাতিয়াব এলাকার বাসিন্দা।

 

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল হাই বাংলানিউজকে জানান, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি মতিউরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নয়তো ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।