ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে অবৈধ স্থাপনা ভাঙলো নাসিক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
না.গঞ্জে অবৈধ স্থাপনা ভাঙলো নাসিক  অবৈধ স্থাপনা ভাঙা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিনোদন সুপার মার্কেট ভেঙে দিয়েছে সিটি করপোরেশন (নাসিক)। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর উপস্থিতিতে ভবনটি ভাঙা শুরু হয়। যা দুপুর পর্যন্ত চলে।

 

সাংবাদিকদের মেয়র আইভী জানান, এ জায়গাটি নগরবাসীর বিনোদনের জন্য ভাড়া (লিজ) দেওয়া হয়েছিল। কিন্তু এখানে বিনোদন পার্কের পরিবর্তে ভবন করে দোকান ভাড়া দেওয়া হয়েছে। তাই অবৈধভাবে গড়ে তোলা এ ভবন ভেঙে ফেলা হচ্ছে।  

‘দুই বছর আগে আমরা এখানকার সব দোকান সরিয়ে ফেলতে নির্দেশনা দিয়েছিলাম কিন্তু তা এখনও সরানো হয়নি। ’

এ সময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম এহতেশামুল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
  
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।