ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ আটক মাদক বিক্রেতা সুমন খান

বরিশাল: বরিশালের গৌরনদীতে ৭৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন খান (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক সুমন খান গৌরনদী উপজেলার টরকী এলাকার মৃত ইউনুস খানের ছেলে।

এর আগে বুধাবর (২৭ ডিসেম্বর) গোপন সংবাদে ভিত্তিতে দিবাগত মধ্যরাতে গৌরনদী থানাধীন সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে ৭৮৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মুহাম্মদ নাজিম উদ্দিন খান বাদী হয়ে গৌরনদী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।