ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফেনীতে ভোটকেন্দ্রে ২ যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
 ফেনীতে ভোটকেন্দ্রে ২ যুবকের কারাদণ্ড

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায় ইউনিয়নের উত্তর সতর এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট চলাকালে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ আদেশ দেন।

সোহেল রানা বাংলানিউজকে জানান, দুপুরে ভোট চলাকালে কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমির খান হৃদয় নামে এ যুবককে তিনদিনের ও কেন্দ্রে জাল ভোট দেওয়ায় রেজাউল করিম রুবেল নামে আরেক যুবককে সাতদিনের কারাদণ্ড দেন আদালত।

উপজেলার মহামায়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচনে মো. ওসমান (মোরগ) ও জাকির হোসেন (ফুটবল) প্রতীক নিয়ে লড়ছেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।