ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

উন্নত দেশ গড়তে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
উন্নত দেশ গড়তে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রয়োজন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

বান্দরবান: চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সুন্দর ও উন্নত দেশ গড়তে নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রয়োজন।

রোববার (০১ জানুয়ারি) সকাল ১১টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।

শুধু শিক্ষিত হলে চলবে না, শিশুকে গড়ে তুলতে হবে একজন সুনাগরিক হিসেবে। তাই শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হরি শংকর দাশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।