ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পাঁচবিবিতে ভাগ্নি জামাইয়ের হাতে মামা শ্বশুর খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, জানুয়ারি ৪, ২০১৬
পাঁচবিবিতে ভাগ্নি জামাইয়ের হাতে মামা শ্বশুর খুন

জয়পুরহাট: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় পুকুরিয়া গ্রামে নূরু মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সোমবার (৪ জানুয়ারি) ভোরে তিনি মারা যান।

এর আগে রোববার সকালে ভাগ্নি জামাই ছানাউলের কোদালের কোপে গুরুতর আহত হন তিনি।

নিহত নূরু মিয়ার বাড়ি পাঁচবিবির পানিয়াল গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ভোরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের করে একই গ্রামের ভাগ্নি জামাই ছানাউলের সঙ্গে নূরু মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নূরু মিয়াকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেন ছানাউল। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোরে তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।