ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

দ্য রিপোর্টের তিন বছরে পদার্পণ উৎসব চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
দ্য রিপোর্টের তিন বছরে পদার্পণ উৎসব চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনলাইন নিউজপোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোরডটকমের দ্বিতীয় বর্ষপূর্তি ও তিন বছরে পদার্পণ উৎসব শুরু হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে দ্য রিপোর্ট কার্যালয়ে চলছে এ আনন্দ উৎসব।

দিনব্যাপী উৎসব চলবে রাত দশটা পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি।

বিকেল চারটায় দ্বিতীয় অধিবেশনে রয়েছে ‘সেরা রিপোর্টার পুরস্কার বিতরণী’। এ অধিবেশনে প্রধান অতিথি থাকবেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

২০১৪ সালের ৩ জানুয়ারি যাত্রা শুরু হয় দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এএসআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।