ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কমিশন না বাড়ালে মোবাইল রিচার্জ বন্ধের হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, জানুয়ারি ৩, ২০১৬
কমিশন না বাড়ালে মোবাইল রিচার্জ বন্ধের হুমকি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতি হাজারে মোবাইল ব্যালেন্স রিচার্জে কমিশন ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল  ফোন রিচার্জ অ্যান্ড ব্যাংকিং ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

অন্যথায় জেলা উপজেলা পর্যায়ে মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।



রোববার (০৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে, মোবাইল অপারেটরদের কাছে রিচার্জে কমিশন বাড়ানোসহ ৭ দফা দাবি তুলে ধরেন তারা।

একই সঙ্গে মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশনের হার হাজারে ৪ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা বাড়ানোর দাবি জানানো হয়।

৩১ জানুয়ারির মধ্যে এসব বাস্তবায়ন না হলে সার্ভিস বন্ধ করে দেওয়ার হুমকি দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এমএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।