ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে যুবক উদ্ধার, আটক ২ ছিনতাইকারী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, অক্টোবর ৫, ২০২৫
হাতিরঝিলে যুবক উদ্ধার, আটক ২ ছিনতাইকারী  ফাইল ফটো

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে টহলরত আনসার সদস্যদের তৎপরতায় মধুবাগ পূর্ব লেকপাড় সংলগ্ন এলাকা থেকে টাকার জন্য আটকে রাখা এক যুবককে উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) আনসার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার দিবাগত রাত্রে এই ঘটনাটি ঘটে।

আনসারের টহল টিমের সদস্য মো. খায়রুল ইসলাম, রাকিব হোসেন এবং রাশেদ মিয়া মধুবাগপূর্ব লেকপাড় এলাকায় ঝোঁপের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির উপস্থিতি টের পান। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক পদক্ষেপে আনসার সদস্যরা,মানিক (২৮) ও হাসিফ (২২) নামে দুজনকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় সাইকুল ইসলাম রিফাত (২৫) নামে এক যুবককে। পরবর্তীতে রিফাত জানান, মানিক, হাসিফ ও তাদের সহযোগীরা পূর্বপরিচয়ের জেরে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে মুক্তিপণের টাকা দাবি করেছিল।  

পরবর্তীতে আনসার সদস্যরা তৎপরতা চালিয়ে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে রিফাতের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে।

ভুক্তভোগী রিফাত আনসার সদস্যদের সাহসী ও মানবিক পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে ছিনতাইকারী মানিক ও হাসিফ, জব্দ করা মোটরসাইকেল এবং ভুক্তভোগী রিফাতকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।

হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, আনসাররা দুজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।