ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, সেপ্টেম্বর ১৬, ২০২৫
পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকা: ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের আন্তঃনির্ভরশীলতা জোরদারের জন্য একসঙ্গে কাজ করা উচিত। দুদেশের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগে রূপান্তরিত করা দরকার।

 

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশে ২০২৫ সালের এনডিসি কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে আমন্ত্রিত অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

ভারতীয় হাইকমিশনার তার বক্তৃতায় ভারতের পররাষ্ট্রনীতি এবং উন্নয়ন কৌশল সম্পর্কে কথা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থকে উৎসাহিত করার জন্য বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথাও তুলে ধরেন। সেইসঙ্গে ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়নের লক্ষ্যে কাজের কথাও উল্লেখ করেন।

তিনি ভারতের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ‘প্রতিবেশী প্রথম’, ‘পূর্বমুখী নীতি’, ‘মহাসাগর মতবাদ’ এবং ‘ভারতের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গির অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

হাইকমিশনার উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে, ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, যার সচিবালয় ঢাকায় অবস্থিত এবং যা দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নের সুযোগগুলিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সেতুবন্ধনের কল্পনা করে।

হাইকমিশনার আরও উল্লেখ করেন, ভারত পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক সংবেদনশীলতার ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে, যেখানে উভয় দেশের জনগণই এই অংশীদারিত্বের প্রধান অংশীদার।

টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।