ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে ধরে মামলা দিয়েছে বিএসএফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, সেপ্টেম্বর ১৫, ২০২৫
১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে ধরে মামলা দিয়েছে বিএসএফ

কলকাতা: পশ্চিমবঙ্গের সুন্দরবনের অঞ্চলের অবৈধভাবে পানিসীমা প্রবেশের অভিযোগে শুক্রবার রাতে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) সুন্দরবন অঞ্চলের খিরোদখালি এলাকা থেকে ১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে।

তাদের ট্রলার ও মাছ ধরার জালও জব্দ করা হয়েছে।

খিরোদখালি পানিবিভাগ ভারতের সুন্দরবন টাইগার প্রকল্প এলাকা, যা সীমান্ত অঞ্চলের মধ্যে পড়ে।

তাদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।

জানা গেছে, দুই দিনের অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ শেষে, রোববার দুপুরের পরে বিএসএফ তাদের সুন্দরবন কোস্টাল পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) তাদের আলিপুর আদালতে তোলা হয়। প্রত্যেকের বিরুদ্ধে ফরটিন ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।

বিভাগীয় প্রক্রিয়ার বিষয়ে জানা যায়, ওই জেলেদের জিজ্ঞাসাবাদ ও শাস্তিমূলক আইন অনুযায়ী কাজ হবে। আটক ও বাজেয়াপ্ত উপকরণ সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট বিএসএফ ও কোস্টাল পুলিশ কর্তৃপক্ষের হাতে রয়েছে।

ভিএস/এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।