শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন মো. আব্দুর রহমান তরফদারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৪ সেপ্টেম্বর) তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
অপর আদেশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৮ আগস্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু মন্ত্রণালয়ে যোগ দিতে গেলে তাকে উপদেষ্টা পরে যোগ দিতে বলেন। শেষ অবধি উপদেষ্টার নেতিবাচক মনোভাবে তিনি যোগ দিতে পারেননি।
এমআইএইচ/আরআইএস