ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, সেপ্টেম্বর ১৪, ২০২৫
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সদস্যদের ভোটে ফাহমিদা আহমেদ সভাপতি ও লাবিন রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। ভবিষতে সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করে কিভাবে নারী সাংবাদিকদের পাশে দাঁড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি নির্বাচিত হন শিরীন সুলতানা, শারমীন রিনভী ও জুনান নাশিত। যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা ও শারমিন আজাদ।

কোষাধক্ষ নির্বাচিত হন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি। এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক মোর্শদা খান লিপি, প্রকাশনা আলেয়া বেগম, প্রচার ফারজানা জবা, সাংস্কৃতিক আফরোজা আঁখি নির্বাচিত হন। কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন জাবালুন নূর, মোমেনা পপি, সালমা, সোমা ও শাকিলা।

প্রবীণ চার নারী সাংবাদিক রাশিদা আমিন, মমতাজ বিলকিস, রোজি ফেরদৌস ও মাহমুদা চৌধুরীকে উপদেষ্টা মণ্ডলির সদস্য করা হয়।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।