ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ট্রাফিক আইনলঙ্ঘন: গত দুই দিনে ডিএমপির ৩৭০৫ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, আগস্ট ২৩, ২০২৫
ট্রাফিক আইনলঙ্ঘন: গত দুই দিনে ডিএমপির ৩৭০৫ মামলা ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ৭০৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার (২১ আগস্ট ও ২২ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। অভিযানকালে ৬১০টি গাড়ি ডাম্পিং এবং ১৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসসি/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।