ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কামরাঙ্গীরচরে সাব্বির হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৫, আগস্ট ২১, ২০২৫
কামরাঙ্গীরচরে সাব্বির হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরের সাব্বির হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটনসহ মূল আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রাব্বি (২০)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কামরাঙ্গীরচর থানা ব্যাটারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার কামরাঙ্গীচর থানার একটি টহল টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পায় যে, কামরাঙ্গীরচর থানার ৫৬ নম্বর ওয়ার্ডের ব্যাটারিঘাট এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সামনে ময়লার স্তূপে একটি লাশ পড়ে আছে।  

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ময়লার স্তূপ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় কামরাঙ্গীচর থানায় একটি হত্যা মামলা করা হয়।

মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে হত্যার ঘটনায় রাব্বির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় রাব্বির অবস্থান শনাক্ত করে কামরাঙ্গীচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাব্বি হত্যার ঘটনায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাব্বির ভাষ্যমতে, তিনি পূর্বপরিকল্পিতভাবে সাব্বিরকে হত্যা করে তার লাশ গোপন করার জন্য ময়লার স্তূপে লুকিয়ে রাখেন।

বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।