ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বসুন্ধরায় রিকশার পরিবর্তে শাটল, ৫০ টাকার ভাড়া মাত্র ১০ টাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, আগস্ট ১৮, ২০২৫
বসুন্ধরায় রিকশার পরিবর্তে শাটল, ৫০ টাকার ভাড়া মাত্র ১০ টাকা বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস।

রাজধানীতে রিকশাচালকদের সব সময় দিতে হয় বাড়তি ভাড়া। অল্প পথ গেলেও দিতে হয় ৫০ থেকে ৭০ টাকা।

যাত্রী যদি স্কুলের শিক্ষার্থী বা অভিভাবক হন, তাহলে সেই ভাড়া বেড়ে হয়ে যায় দ্বিগুণ। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস।

প্রাথমিকভাবে বসুন্ধরার ৩শ ফিট মুখ থেকে এভারকেয়ার হাসপাতালের পকেট গেট পর্যন্ত যাতায়াত করছে দুটি শাটল বাস। গাড়িটিতে রয়েছে ছয়টি ব্যাটারি। এক চার্জে চলে ৮০ কিলোমিটার। গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।