ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কমিউনিটি অংশগ্রহণে পরিচ্ছন্ন শহর গড়তে কাজ করছে ডিএনসিসি: প্রশাসক এজাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, আগস্ট ১৬, ২০২৫
কমিউনিটি অংশগ্রহণে পরিচ্ছন্ন শহর গড়তে কাজ করছে ডিএনসিসি: প্রশাসক এজাজ কথা বলছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, কমিউনিটি পার্টিসিপেশনের (সাধারণ মানুষের অংশগ্রহণের) মাধ্যমে আমরা শহর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই। শহরের সব শ্রেণির মানুষের সচেতনতা ছাড়া পরিচ্ছন্ন ঢাকা গড়া সম্ভব নয়।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরা সেক্টর-১৮ এর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সন্ধ্যামালতী প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত স্পোগোমি (ময়লা কুড়ানোর প্রতিযোগিতা) ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর বাংলাদেশ কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক এজাজ বলেন, অননুমোদিতভাবে ফুটপাত দখল করে বাজার বসানোর কারণে বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। আমরা সারা রাত শহরের আবর্জনা পরিষ্কার করি, কিন্তু নাগরিক অসচেতনতার কারণে দুপুরের আগেই শহর আবার নোংরা হয়ে যায়।

প্রতিযোগিতার বিবরণ:
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ৭০টি দলের হয়ে ২১০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীরা এক ঘণ্টা ধরে উত্তরা সেক্টর-১৮ এলাকায় ময়লা সংগ্রহ করেন। এরপর ২০ মিনিটে সংগৃহীত বর্জ্য আলাদা ক্যাটাগরিতে ভাগ করেন। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা ওজনভিত্তিক পয়েন্ট নির্ধারণ করা হয়। যেমন—সিগারেটের প্যাকেট: প্রতি কেজিতে ৩ হাজার পয়েন্ট, সিঙ্গেল-ইউজ পলিথিন: প্রতি কেজিতে ১০ পয়েন্ট।

বিজয়ী দল: ফাইনালে অংশ নেওয়া ৭ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে টিম ইকো ফাইটার্স চ্যাম্পিয়ন হয়। দলের সদস্যরা—মো. ইমরান হোসেন, মো. জুবায়ের শেখ ও মো. তানভীর।

তারা তিনজনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। বিজয়ী এ দল আগামী অক্টোবর মাসে জাপানে অনুষ্ঠিতব্য ২য় স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।