ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

আটাব অফিসে প্রবেশ করতে পারেননি প্রশাসক, তালাবদ্ধ অবস্থায় দিন পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, আগস্ট ১০, ২০২৫
আটাব অফিসে প্রবেশ করতে পারেননি প্রশাসক, তালাবদ্ধ অবস্থায় দিন পার

ঢাকা: ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নবনিযুক্ত প্রশাসক মোতাকাব্বীর আহমেদ রোববার (১০ আগস্ট) দায়িত্ব পালনের জন্য অফিসে যেতে পারেননি। সংগঠনের কার্যালয় তালাবদ্ধ থাকায় তিনি সেখানে প্রবেশ করতে পারেননি।

বাণিজ্য মন্ত্রণালয় গত ৪ আগস্ট আটাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক নিয়োগ দেয়। তাকে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।

এদিন সকালে আটাবের সাবেক নেতা হায়াতুন্নবী মজুমদারের নেতৃত্বে কয়েকজন সাধারণ সদস্য অফিসের নিচে অবস্থান নেন প্রশাসকের প্রবেশ ঠেকাতে। যদিও ১০-১৫ মিনিট পর তারা সরে যান, তবুও তালা খোলা হয়নি।

অন্যদিকে একাধিক এজেন্ট মালিক, যেমন বাহার আলম মজুমদার ও একরামুল হক, প্রশাসককে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল প্রশাসকের নিয়োগ বাতিল চাচ্ছে, কারণ প্রশাসক বসলে নির্বাচনে স্বচ্ছতা আসবে এবং আর্থিক অনিয়ম তদন্ত হবে।

প্রশাসক মোতাকাব্বীর আহমেদ জানান, অফিস তালাবদ্ধ রয়েছে। সচিবের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। আশা করি সমস্যা দ্রুত সমাধান হবে।

সরকারি নিয়োগপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালনে বাধা দেওয়া আইনি অপরাধ বলে মন্তব্য করেছেন উপস্থিত সাধারণ এজেন্ট মালিকরা। তারা দ্রুত তালা খুলে প্রশাসককে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।