ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

পয়োবর্জ্য খালে পড়লে লাল রঙে চিহ্নিত হবে বাড়ির দেয়াল: ডিএনসিসি প্রশাসক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৫, মে ২৫, ২০২৫
পয়োবর্জ্য খালে পড়লে লাল রঙে চিহ্নিত হবে বাড়ির দেয়াল: ডিএনসিসি প্রশাসক  কথা বলছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।  

ঢাকা: রাজধানীর গুলশান, বনানীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব বাড়ির পয়োবর্জ্য সরাসরি সিটি করপোরেশনের স্টর্ম ড্রেনেজ হয়ে খাল, লেক কিংবা জলাশয়ে যায় সেসব বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।  

শনিবার (২৪ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান, বারিধারা ও নিকেতন সোসাইটির উদ্যোগে গণশুনানি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজউকের দেওয়া প্ল্যান অনুসারে প্রত্যেক বাড়িতে সেফটিক ট্যাঙ্ক থাকার কথা। গুলশান-বনানীর যেসব বাড়িতে সেফটিক ট্যাঙ্ক না থাকায় পয়োবর্জ্যের সংযোগ সরাসরি সিটি করপোরেশনের স্টর্ম ড্রেনে সেগুলো চিহ্নিত করা হয়েছে। আসন্ন ঈদুল আজাহার পরেই সেসব বাড়ির দেয়ালে লাল রং করে চিহ্নিত করা হবে।

ডিএনসিসির প্রশাসক বলেন, আসন্ন ঈদুল আজাহার পর গুলশান বনানী এলাকার রাস্তা ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

আসন্ন কোরবানির বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার জন্য সোসাইটির সহায়তা চেয়ে তিনি বলেন, ঈদের পরে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পুনর্বন্টন করে সোসাইটিগুলোকে এসব দায়িত্বে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, সবার অংশগ্রহণের মাধ্যেম একটি ন্যায্য শহর গড়ে তুলতে হবে। বিশেষ করে ডিএনসিসির সাথে নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অবকাঠমো উন্নয়ন করে আধুনিক বাসযোগ্য শহরে রূপান্তর করা হবে। বিমানবন্দরের পাশে একটি আরবার রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে।  

সভায় উপস্থিত এলাকাবাসীর এক প্রশ্নের জবাবে হোল্ডিং ট্যাক্স বিষয় ডিএনসিসি প্রশাসক বলেন, এখন থেকে নগরবাসী ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজের ট্যাক্স হিসেব করতে পারবেন।  

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির অনেকে।  

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।