ঢাকা: রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে কোপানোর ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (১৯ মে) রাত সোয়া ১২টার দিকে নিউমার্কেট থানায় ভুক্তভোগীর বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।
এর আগে রোববার (১৮ মে) রাতে ধানমন্ডি সেন্ট্রাল রোডে সাইফকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই যুবক বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, ভুক্তভোগী সাইফ নিউমার্কেট থানাধীন ১০ নম্বর সেন্ট্রাল রোডের পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাইফের ওপর হামলার ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর সাইফের গতিরোধ করেন একজন। এ সময় মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন আরও দুইজন। আরেকটি মোটরসাইকেলে সেখানে হাজির হন আরেকজন। এ সময় মুন্নাকে প্রথমে একজন ধাক্কা দিয়ে ফেলে দেন এক হামলাকারী। পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে একজন এলোপাতাড়ি কোপানো শুরু করেন। ওই ব্যক্তি কালো পাঞ্জাবি এবং হেলমেট পরা ছিলেন। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে অন্যরা সাইফকে ধরে মারধর করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মাহফুজুল হক জানান, এ ঘটনায় সোমবার রাত সোয়া ১২টা দিকে মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী ওই যুবকের বাবা নেই। এলাকাবাসী জানিয়েছে তিনি খুবই নিরীহ প্রকৃতির, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ওই যুবক বিএনপির কর্মী বলে জানা গেছে। তিনি সার্বক্ষণিক স্থানীয় বিএনপি নেতা মাইনুল হোসেনের সঙ্গেই থাকেন।
তিনি আরও জানান, সাইফের ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল রোডস্থ সুমাইয়া হোটেলের সামনে পাকা রাস্তার ওপর। মামলায় বাদী অভিযোগ করেছেন পূর্ব-শত্রুতার জেরে তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। আশা করি, তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।
এমএমআই/এএটি