ঢাকা: রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে গোয়েন্দা পুলিশের কার্যালয় (ডিবি) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম। পরে ভিডিওফুটেজ দেখে বোতল ছুড়ে মারা যুবকবে শনাক্ত করা হয়। তার নাম - ইশতিয়াক হুসাইন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
বোতল ছুড়ে মারার বিষয়টি স্বীকার করে সেই শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, উদ্দেশ্যপ্রণোদিত নয়; বোতলটি তিনি আকাশের দিকে নিক্ষেপ করেছিলেন। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন। তার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
ঘটনার পর পর নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।
এজেডএস/এসএএইচ