ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

জিগাতলায় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, মে ১৭, ২০২৫
জিগাতলায় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা: রাজধানীর হাজারীবাগের জিগাতলায় সামিউর রহমান আলভি (২৩) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার তিন বন্ধু।


 
শুক্রবার (১৬ মে) সন্ধ্যার পরে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্বজনরা রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের বন্ধু ইসমাইল হোসেন বলেন, আলভি, রাব্বী, জাকারিয়া ও আমি জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আড্ডা দিচ্ছিলাম। এ সময় ২০ থেকে ২৫ জন ছেলে এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আলভি তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে আলভিকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিয়ে যায় হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাদের ওপর হামলা হয়েছে এই বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

নিহতের মামী মাহি আক্তার জানান, আলভিদের বাড়ি গোপালগঞ্জ। তার বাবার নাম মশিউর রহমান। বর্তমানে হাজারীবাগ প্রেমগলিতে পরিবারের সঙ্গে থেকে ধানমন্ডিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো আলভি। এক ভাই এক বোনের মধ্যে আলভি ছিল বড়।  

তিনি আরও জানান, রাতে খবর পাওয়া যায় জিগাতলা এলাকায় কে বা কারা আলভিকে ছুরিকাঘাতে আহত করেছে। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।