ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, মার্চ ২৫, ২০২৫
আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গণপিটুনি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রেজাউল করিমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
 
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার সাতগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরে শিশুটির বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শিশুটির বাবা জানান, ঘটনার দিন তার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং তার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। অভিযুক্ত রেজাউল বাড়ির পাশে দোকান করেন। এ সময় রেজাউল তার মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানে নিয়ে যায়। ঘটনার সময় এক নারী দোকানে কিছু কিনতে গেলে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পায় এবং জানতে চাইলে দোকানের ভেতর থেকে রেজাউল শিশুটিকে পেছনের দরজা দিয়ে বের করে দেয়। পরে অভিভাবকরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, দুই বছরের শিশুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।