ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল চুরি, ৩ নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, অক্টোবর ১০, ২০২৫
বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল চুরি, ৩ নারী গ্রেপ্তার গ্রেপ্তার তিন নারী

ঢাকা: রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে কৌশলে মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) ও জেসমিন (৪২)।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা পুলিশ তিশা আক্তার ও ঈশা আক্তারকে গ্রেপ্তার করে। পরে ৭ অক্টোবর ধানমন্ডি থানা পুলিশ জেসমিনকে গ্রেপ্তার করে।

ধানমন্ডি থানার বরাত দিয়ে ডিসি তালেব জানান, গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢোকেন তিশা ও ঈশা। পরে কৌশলে বাসা থেকে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের আরেকটি ফ্ল্যাটে একইভাবে আরও একটি মোবাইল ফোন চুরি করেন। এ ঘটনায়ও থানায় পৃথক মামলা করা হয়।

তিশা ও ঈশা ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা এলাকায় একই কায়দায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। পরে আদালতের আদেশে তাদের ধানমন্ডি থানায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর রাত ৭টা ৫০ মিনিটে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে জেসমিনকে একটি পার্সসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একই কৌশলে মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন।

এমএমআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।