ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ধরে নিয়ে যাওয়া ৬ ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, মার্চ ৬, ২০২৫
ধরে নিয়ে যাওয়া ৬ ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয় ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে আটক করে নিয়ে গিয়ে ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।

বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

ধরে নিয়ে যাওয়া ছয়টি ট্রলারের মালিকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের মালিকানাধীন দুটি ট্রলার রয়েছে।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ছয়টি ট্রলার মাছ ধরার একপর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।

পরে ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয় মিয়ানমার নৌবাহিনী। এরপর রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশি জেলেদের ছেড়ে দিয়েছে।

রাতে ছেড়ে দেওয়ার পর ধরে নিয়ে যাওয়া জেলেরা নিজ নিজ বাড়িতে ফিরেছেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।