ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

জুতায় লুকানো ছিল সাড়ে ৫ হাজার ইয়াবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জানুয়ারি ২৯, ২০২৫
জুতায় লুকানো ছিল সাড়ে ৫ হাজার ইয়াবা ইয়াবাসহ আটক মাহমুদুল হাসান জিহাদ

লক্ষ্মীপুর: বিশেষ কৌশলে জুতার ভেতরে লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক কারবারিকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে জেলা সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা ডিবির পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জিহাদকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা নারীদের হাইহিল জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০টি ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।