ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
পাটুরিয়া-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ  ফাইল ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পদ্মা যমুনা নদীতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় আরিচা ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।  

ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত দেড়টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

 
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে নদীতে কুয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় আরিচা ও পাটুরিয়া দুটি নৌরুটে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। অপরদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি নৌরুটের উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
infostation welcome Banner
img img img
img
img img
img img
img img img img img img
img