ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

৫ কোটি টাকার বিনিয়োগ ফিরে পেল ‘টেন মিনিট স্কুল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, জানুয়ারি ১৬, ২০২৫
৫ কোটি টাকার বিনিয়োগ ফিরে পেল ‘টেন মিনিট স্কুল’ ফাইল ছবি

ঢাকা: সরকারি উদ্যোগে পুনরায় বিনিয়োগ পেল অ্যাডটেক প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’। ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ৫ কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করেছে।

পতিত আওয়ামী লীগ সরকার এটি বাতিল করেছিল। প্রতিষ্ঠানটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিনিয়োগ ফিরে পেয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক সাংবাদিকদের বলেন, ‘চুক্তি অনুযায়ী স্টার্টআপ বাংলাদেশ ৫ কোটি টাকা দুই ধাপে ছাড় করবে। প্রথম ধাপে আড়াই কোটি টাকা ইতোমধ্যে ছাড় করা হয়েছে। ’

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, টেন মিনিট স্কুলে বিনিয়োগের সিদ্ধান্ত কখনোই বাতিল হয়নি। বিশেষ পরিস্থিতিতে গত জুলাইয়ে এই বিনিয়োগ স্থগিত করা হয়েছিল।

তিনি আরও বলেন, তবে এ ধরনের একটি সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ না করার কোনো যৌক্তিক কারণ নেই। তাই আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

২০১৫ সালে আয়মান সাদিক টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে আয়মান সাদিকের প্রকাশ্য সমর্থনের কারণে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।