ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে ১১ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১১, জানুয়ারি ৪, ২০২৫
তেজগাঁওয়ে ১১ মামলার আসামি গ্রেপ্তার মো. ইসলাম সাইদুল

ঢাকা: ১১ মামলার আসামি পেশাদার ছিনতাইকারী ও মাদকবিক্রেতা মো. ইসলাম সাইদুলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ফুটওভারব্রীজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

তেজগাঁও থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সাইদুলকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। সাইদুল কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া তিনি দুটি মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি।  

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।