ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ স্ত্রীসহ গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, ডিসেম্বর ২৯, ২০২৪
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ স্ত্রীসহ গ্রেপ্তার গ্রেপ্তার খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ

ঢাকা: খুলনা মহানগরীতে সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানে অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে (৪টায়) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এবং নৌবাহিনী।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশি করে ৫টি ককটেল, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চিংড়ি পলাশ দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তার নামে সোনাডাঙ্গা থানায় হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। বর্ণিত সন্ত্রাসীকে আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ হওয়া মালামালসহ আটক ব্যক্তিদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমইউএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।