ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘পকেটমার’ সন্দেহে কনস্টেবলসহ ২ জনকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
‘পকেটমার’ সন্দেহে কনস্টেবলসহ ২ জনকে গণপিটুনি প্রতীকী ফটো।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘পকেটমার’ সন্দেহে পুলিশের কনস্টেবলসহ দুইজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (১০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন, মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫), তিনি ঢাকাস্থ (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। আহত আরেকজন ওই কনস্টেবলের বন্ধু মো. রাজু (৪৫), তিনি বরিশালের মুলাদীর নেছার উদ্দিনের ছেলে।  

ঘটনাস্থলের আশপাশের কয়েকজন দোকানির সঙ্গে যোগাযোগ করে কথা বললে দুইজন দোকানি জানান, মারধর করে পুলিশ দেওয়া দুই ব্যক্তিকে সানারপাড়ের কয়েকজন ছেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরেই ওই ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকামাত্রই মারধর শুরু হয়। আমরা পরে শুনেছি তারা নাকি পুলিশের লোক পরিচয় দিয়েছেন। পরে লোকজন কার্ড দেখাতে বললে তারা নাকি ডুপ্লিকেট দেখিয়েছেন।  

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্থানীয় জনতা আমাদের কাছে যে দুইজনকে দিয়েছেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং আরেকজন ওই পুলিশ সদস্যের বন্ধু। মূলত তাদের সানারপাড় এলাকার কয়েকজন ছেলে ‘পকেটমার’ সন্দেহে আশপাশের লোকজন ডাকেন। তখন তারা পুলিশ সদস্য পরিচয় দিলে ‘ভুয়া পুলিশ’ বলে মারধর করে।

ওসি বলেন, যে ব্যক্তি পুলিশের সদস্য, তার কাছে আসল কার্ডই রয়েছে। তিনি পুলিশেরই লোক। মূলত ওই ছেলেগুলো এই ব্যক্তিদের পকেটে হাত দিয়েছে। কিন্তু তারা উল্টো জনগণকে বুঝিয়েছে যে, তাদের পকেটমারতে গেছেন।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।